এইমাত্র
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
  • ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
  • বরগুনায় নিখোঁজের ২২ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার
  • হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক
  • আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  • গা'জায় শরণার্থী শিবিরে ই'রাইলি হামলায় নিহত ১৫
  • কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী আটক
  • টেকনাফে অপহরণ চক্রের আরও দুই সন্ত্রাসী আটক
  • মানিকগঞ্জে বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ আদায় ও দোয়া
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    খেলা

    ব্রাজিলের ড্রয়ের দিনে দাপুটে জয় পেল আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:১০ পিএম

    ব্রাজিলের ড্রয়ের দিনে দাপুটে জয় পেল আর্জেন্টিনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:১০ পিএম

    প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে প্রথম হাফে এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা, দ্বিতীয় হাফে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকাকাকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

    প্রথম হাফে আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। উল্টো কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগালদের গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।

    ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে ম্যাক অ্যালিস্তারকে ফাউল করে কোস্টারিকার ফুটবলার। সেখান থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ডি মারিয়া। তার চার মিনিট (৫৬তম) পরই কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন ম্যাক অ্যালিস্তার।

    এরপরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিটে ডান দিক থেকে আক্রমণে যায় তারা। ডু মারিয়ার ক্রস ডি-বক্সের ভেতরে থাকা কোস্টারিকার ফুটবলাররা তা ক্লিয়ার করতে পারেনি। জটলা পাকানো থেকে বল পেয়ে জালে জড়ান লাউতারো মার্টিনেজ। বদলি হিসেবে নেমে গোল করেন এই আর্জেন্টাইন।

    এরপরই নিজেদের গুটিয়ে নেয় আর্জেন্টিনা। যদিও বেশকিছু আক্রমণ করেছে তারা, তবে সেই আক্রমণে তেমন ধার ছিল না। কোস্টারিকাও চেষ্টা করেছে গোলের জন্য। তবে তারা আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে আল সালভাদরের পর কোস্টারিকার বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা।

    এর আগে প্রথম হাফে একের পর এক আক্রমণে কোস্টারিকাকে কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা। তবে ম্যাচের ৩৪ মিনিটে উল্টো গোল খেলে বসে আলবিসেলেস্তারা। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় মারিয়া-ম্যাক অ্যালিস্তাররা।

    এদিকে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল স্পেন ও ব্রাজিল। এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্পেনকে রুখে দিয়েছে ব্রাজিল।

    ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরায় ব্রাজিল। শেষ রদ্রির স্পট কিকে ৮৭তম মিনিটে স্পেন আবার এগিয়ে গেলেও লুকাস পাকুয়েতার ৯৬ মিনিটের পেনাল্টিতে ড্র আদায় করে হলুদ জার্সিধারীরা।

    শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। ১৩তম মিনিটের পেনাল্টি কিক থেকে রদ্রি স্পেনকে এগিয়ে দেন। ১৭তম মিনিটে লক্ষ্যে ব্রাজিলের প্রথম শট নেন ভিনিসিয়ুস। তবে স্পেন গোলকিপার উনাই সিমন সহজেই তা রুখে দেন।

    ৩৬তম মিনিটে স্পেনকে ২-০ গোলে এগিয়ে দিতে ভূমিকা রাখেন ইয়ামাল। ব্রাজিল ডিফেন্ডার বেরালদোর পায়ের ফাঁক দিয়ে বল বের করিয়ে মুগ্ধতা ছড়ান বার্সেলোনা তারকা।

    দুই গোল হজমের পরেই অবশ্য প্রথমার্ধেই এক গোল শোধ করে সেলেসাওরা। সেটাও অবশ্য স্প্যানিশ গোলরক্ষকের কল্যাণে। হঠাৎ খেই হারিয়ে উনাই সিমন বল তুলে দেন প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগোর পায়ে। ৪০তম মিনিটে ফিরতি শটে জালে বল ঢুকিয়ে ব্যবধান কমান তিনি।

    বিরতির পর বিস্ময়-বালক এন্ড্রিককে মাঠে নামান কোচ দরিভাল। কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে নায়ক হয়েছেন। ৫০ মিনিটে কর্নার থেকে জটলায় বল পেয়ে অসাধারণ এক ভলিতে ব্রাজিলকে সমতায় ফেরায় তিনি।

    এরপর সমান দাপটে খেলতে শুরু করে দুই দল। যদিও ৮৫ মিনিটে স্পেন দ্বিতীয় পেনাল্টি পেলে ব্রাজিল আবার পিছিয়ে পড়ে। রদ্রি স্পটকিকে গোল করে স্পেনকে লিড এনে দেন ৩-২ গোলে।

    তবে শেষ বাঁশি বাজার আগে ঘটে যায় আরেক চমক। যোগ করা সময়ে ৯৬তম মিনিটে গালেনোকে ফাউল করেন কারভাহালই। স্পট কিকে পাকেতা গোল করেন। ফলে ৩-৩ গোলের রোমাঞ্চে সেই হয় বর্ণবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে আয়োজন করা ম্যাচের।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…