এইমাত্র
  • বেসিস নির্বাচনে বিজয়ী হলেন যারা
  • দেশে কোনো গাধা নেই, তবুও পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস
  • গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা জানালেন এরদোগান
  • পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক: বিআরইবি
  • গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
  • সীমান্তে হত্যার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪৬তম বিসিএস: প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার
  • পাথরঘাটায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ
  • হজ্বের জন্য টাকা জমালে কি জাকাত দিতে হবে?
  • আজ বুধবার, ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪
    দেশজুড়ে

    কটিয়াদীতে গরমে বেড়েছে মাঠা ও আখের রসের কদর

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম

    কটিয়াদীতে গরমে বেড়েছে মাঠা ও আখের রসের কদর

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫২ এএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জুড়ে সারা দেশের মতো প্রচন্ড তাপদাহ চলছে। তীব্র গরমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বাজারে মানুষের আনাগোনা কমে গেছে। সাথে তীব্র লোডশেডিং যুক্ত হওয়াতে কষ্টের পাল্লা দিগুণ হয়েছে মানুষের জন্য। আবহাওয়া ঠান্ডা হবার জন্য নামাজ আদা করে দোয়া করেছে মানুষ।

    এমনি অবস্থায় শরীর ঠান্ডা রাখে এমন খাবারে ঝুঁকছে মানুষ। বিশেষ করে দুধ দিয়ে তৈরি মাঠা ও আখের রসের কদর এখন বেশি। এছাড়াও লেবু পানি ও তরমুজ খাচ্ছেন মানুষজন। বাজারের মোড়ে মোড়ে বিক্রি বেড়েছে আখের রস ও লেবুর শরবত। এছাড়াও স্যালাইন ও ঠান্ডা পানীয় খাচ্ছে মানুষ।

    খোঁজ নিয়ে জানা যায়, কটিয়াদী বাজার ও গচিহটা, কারগাও বাজারে বেড়েছে মাঠা বিক্রির চাহিদা। কটিয়াদী বাজারে ভোষণ মিষ্টির দোকান ও হীরণ ঘোষের হোটেলে তৈরি হয় মাঠা। এছাড়াও কারগাও বীরু হোটেলেও মাঠা বিক্রি হয়ে থাকে। সরারচর বাজারেও রয়েছে তিনটি মাঠার দোকান। এগুলোতেও বিক্রি বেড়েছে।

    ভোষণ মিষ্টির হোটেলে মাঠা কিনতে গিয়ে শফিকুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি বলেন, ঘোল অথবা মাঠা পান করলে তৃষ্ণা মেটে এবং শরীরের ক্লান্তিও দূর হয়। বাজারে নানারকম পানীয় পাওয়া যায়। কিন্তু বেশিরভাগই ভেজাল। সেগুলো পান করলে শরীরের ক্ষতি। আমি ঘোষের ওপরেই নিশ্চিন্তে ভরসা রাখতে পারি। ঘোষেরা এতে ভেজাল কোন কেমিক্যাল মেশান না।

    আরেক ক্রেতা আব্দুল কুদ্দুস (৫০) জানালেন, মাঠা খাওয়ার অভ্যাস পুরনো। ঘোলও ভাল লাগে।

    ভোষণ হোটেলের কয়েকজন কর্মচারী জানান, সারাবছর আমাদের এখানে মাঠা তৈরি হয়। নিয়মিত কাষ্টমার আছে। তবে, গরমে নতুন কাষ্টমারো বেড়েছে।

    হীরণ ঘোষের হোটেলের মালিক হীরণ ঘোষ বলেন, সারাবছর মাঠা বিক্রি হয়৷ এখন গরমে মানুষ বেশি নিচ্ছে। এটি শরিল ঠান্ডা রাখে ক্লান্তি দুর করে।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…