ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের বেশ কয়েকটি জেলা। বন্যার কিছুটা উন্নতি হলেও যারা যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এতে পিছিয়ে নেই পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাইজিদ বোস্তামী'র নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হয়। পরে বিকেলে আস-সুন্নাহ ফাউন্ডেশনে ৩৭ হাজার ৮২৭ টাকা পাঠানো হয়।
স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাজ করেছেন। ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলার আপামর জনসাধারণ।
এসময় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক তুহিন সরকার, ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক কাওসার হোসাইন, কলেজ ছাত্রনেতা জিম খান, মোহাম্মদ আকাশ, সোহান খানসহ কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাইজিদ বোস্তামী সময়ের কন্ঠস্বরকে বলেন, বিএনপি দেশের মানুষের যেকোনো সংকটে সর্বাত্মক পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত আমরা বন্যার্তদের পাশে থাকবো।