শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য কানাডা গমন উপলক্ষে সাংবাদিক সাইফুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক অলিউল্লাহ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী রুস্তম, প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান ছয়ফুর, সবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মুহিন শিপন, শায়েস্তাগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক অলিউল্লাহ নোমান আমারদেশ পত্রিকার সম্পাদক, কলাকুশলী ও তার উপর হওয়া নির্যাতনের বর্ননা দেন। সুন্দর বাংলাদেশ দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সাংবাদিক সাইফুর রহমান ফয়সলের বিদেশ যাত্রার সফলতা কামনা করেন অতিথিরা।
এআই