বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামী ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী পুত্র শিরহান শরিফ তমাল (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-১২ পাবনা, সিপিসি-২ এর সদস্যরা ঈশ্বরদীর আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি , ১০ পিস ইয়াবা এবং ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর 'দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এইচএ