শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর কারাভোগের পর জামিনে বের হয়ে সাতক্ষীরায় এসেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরার কুমিরা বল্ডফিল্ডে তিনি আগমণ করলে লাখো জনতা তাকে শুভেচ্ছা জানান।
তার আগমনকে ঘিরে সাতক্ষরায় ছিল সাঁজসাঁজ রব। রাস্তায় রাস্তায় ছিল মানুষের ঢল। শত শত তোরণ, ব্যানার ফেস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি।
এরপর পাটকেলঘাটা কুমিরা হাই স্কুল মাঠে পা রাখেন তিনি। তালা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লাখো জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
মঞ্চে পৌঁছেই সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দুই হাত তুলে লাখো জনতাকে অভিবাদন জানান। জনতার এ উচ্ছ্বাস ও ঢল দেখে আবেগে আপ্লূত হয়ে পড়ে জনপ্রিয় এই নেতা।
এসময় প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য পাটকেলঘাটা বলফিল্ড থেকে কুমিরা বাজার, ইসলামকাঠি বাজার থেকে গণসংবর্ধনা পর্যন্ত ছিল মানুষ আর মানুষ।
এইচএ