জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ ঘর থেকে শাহিনা বেগম (৩৮) নামের এক সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা অবস্থায় নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহত গৃহবধূ শাহিনার স্বামী সেনা সদস্য আব্দুস ছালাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তার দুই সন্তান বাইরে থেকে পড়ালেখা করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই নারীর ডায়াবেটিস রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন। তবে আজ সকালে শাহিনা বেগমকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য সকাল ৯টার দিকে বাসায় গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পাওয়া যায়। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে এলাকার লোকজন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা অবস্থায় শাহিনার বেগমের হাত-পা বাঁধা অবস্থায় নগ্ন মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। ঘরের পেছনের দরজা খোলা ছিল।
এ সময় ঘরের মালামালও এলোমেলো অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর ঘর থেকে মালামাল লুট করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।