এইমাত্র
  • তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সালমান, দাবি স্ত্রী সামিরার
  • অর্থাভাবে বন্ধ সোহম চক্রবর্তী-ইধিকা পালের 'বহুরূপ'
  • জাবি ছাত্রলীগ নেতার মৃত্যুতে সমন্বয়ক আরিফ সোহেলকে নিয়ে অপপ্রচার
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
  • চট্টগ্রামের এমপি মিতাসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • মার্টিনের ঢাকা সফর শেষ, ২৩০ কোটি ডলার সহায়তা নিয়ে আলোচনা
  • তমা মির্জাকে ছেড়ে তানজিন তিশায় মজলেন রায়হান রাফী?
  • বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন
  • যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না
  • মব জাস্টিস গ্রহণযোগ্য নয়, কোনো সমাধানও আনবে না: নাহিদ
  • আজ শুক্রবার, ৪ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে’ ক্ষেপেছে ইবি

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

    ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে’ ক্ষেপেছে ইবি

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

    দেশের শীর্ষ দুই সরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা ও জাহাঙ্গীরনগরে দুই ব্যক্তিকে অমানবিক নির্যাতন ও বিচার ছাড়াই আইন হাতে তুলে নিয়ে হত্যা করায় এর প্রতিবাদে চটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র সাধারণ শিক্ষার্থীরা।নারকীয় এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে করেছেন সমাবেশ ও প্রতিবাদ মিছিল।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ৯টায় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার ডাকে প্রায় কয়েকশো শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে এই সমাবেশে যোগ দেন। এসময় মিছিলটি জিয়া মোড় থেকে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

    এসময় শিক্ষার্থীরা, ‘জেগেছে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিব রক্ত’, ‘ছাত্র সমাজের অঙ্গীকার, রুখে দিব অনাচার’, ‘একসাথে চলে না, শিক্ষা-সন্ত্রাস’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগানে উত্তপ্ত হয় ক্যাম্পাস।

    আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থী হাসানুল হক বান্না বলেন, ‘ফাহাদ ও তোফাজ্জল একই গাছের দুই ডাল। ফাহাদের বিচার হয়নি কিন্তু তোফাজ্জলের বিচার ৫ই আগষ্টের পরবর্তী এই বাংলাদেশে এর উপযুক্ত বিচার করতে হবে।

    এ বিষয়ে ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘এই আন্দোলন আমাদের চলমান থাকবে। যতদিন বৈষম্য বিহীন সমাজ প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী মব জাস্টিস এর নাম করে উস্কে দিচ্ছে, নৈরাজ্য তৈরীর চেষ্টা করছে তা ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে এসব নৈরাজ্য থামানোর উদাত্ত আহ্বান জানাই।

    উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহম্মেদ নামের দুজনকে নারকীয় ভাবে হত্যা করে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…