এইমাত্র
  • তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সালমান, দাবি স্ত্রী সামিরার
  • অর্থাভাবে বন্ধ সোহম চক্রবর্তী-ইধিকা পালের 'বহুরূপ'
  • জাবি ছাত্রলীগ নেতার মৃত্যুতে সমন্বয়ক আরিফ সোহেলকে নিয়ে অপপ্রচার
  • রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
  • চট্টগ্রামের এমপি মিতাসহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • মার্টিনের ঢাকা সফর শেষ, ২৩০ কোটি ডলার সহায়তা নিয়ে আলোচনা
  • তমা মির্জাকে ছেড়ে তানজিন তিশায় মজলেন রায়হান রাফী?
  • বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন
  • যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না
  • মব জাস্টিস গ্রহণযোগ্য নয়, কোনো সমাধানও আনবে না: নাহিদ
  • আজ শুক্রবার, ৪ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪
    বিনোদন

    তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সালমান, দাবি স্ত্রী সামিরার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

    তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সালমান, দাবি স্ত্রী সামিরার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

    ২৮ বছর আগে মৃত্যু হয় প্র‍য়াত নায়ক সালমান শাহর। বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) ছিল এ মহা নায়ককের ৫৪তম জন্মবার্ষিকী। ২৮ বসন্ত কেটে গেলেও প্রয়াত নায়কের মৃত্যুর রহস্য আজও অজানাই রয়ে গেছে।

    পুলিশ প্রতিবেদনে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও সালমান শাহর মা নীলা চৌধুরী ও তার পরিবারের দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সামলান শাহর সাবেক সহধর্মিনী সামিরা হক বারবার বলেছেন, 'সালমান শাহ আত্মহত্যাই করেছেন।'

    পরিকল্পিতভাবে সালমান শাহকে 'হত্যা' করা হয়েছে এমন অভিযোগ এনে নায়কের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন। তার অভিযোগের তীর সালমানের স্ত্রী সামিরা হকের দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছে মামলার এক নম্বর আসামিও।


    সম্প্রতি একটি গণমাধ্যমে সামিরা হক স্পষ্ট করে জানান, 'বিয়ের আগে সালমান শাহ্‌ আরও তিনবার আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন।'

    কী কারণে তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান শাহ জানতে চাইলে সামিরা বলেন, 'কেন সেটি আমার সঠিক জানা নেই। তিনবারই ছিল আমার বিয়ের আগে। দুইবার ওকে মেট্রোপলিটন হাসপাতালে ও একবার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে, মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত।'

    সালমান শাহর মৃত্যুর নেপথ্যে অনেকে সামিরা হককে দায়ী করেন। নীলা চৌধুরী নিজেও অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সামিরা হক বলেন, ইমনের মা (সালমান শাহর ডাকনাম ইমন) শুরুতে অর্থাৎ বিয়ের আগে আমাকে আদর করতো। বিয়েতে আমার বাবা মায়ের সম্মতি না থাকায় তার মধ্যে চেঞ্জ আসে।


    সবশেষে সামিরা বলেন, ইমনের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনি যখন রমনা থানায় কেসটি ফাইল করেন, তখন কিন্তু ইউডি মামলা (অপমৃত্যু) হিসেবে ফাইল করেন। পরবর্তীতে সালমানের মা এটি হত্যা বলা শুরু করেন। এবং সবশেষ মামলাও করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…