এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    খেলা

    শেষ সময়ের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

    শেষ সময়ের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

    সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল। ভুটানে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পায় ভারত।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম খেলতে থাকে ভারত। তবে নিজেদের রক্ষণদেয়াল ঠিকঠাক কাজই করে যাচ্ছিল বাংলাদেশের। গোলরক্ষক নাহিদুল ইসলাম একের পর এক ফিরিয়ে দিচ্ছিলেন ভারতীয়দের শট। প্রধমার্ধে বেশ কয়েকটি সেভের পর গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতির পর বাংলাদেশ দারুণ এক সুযোগ পায় ৫০তম মিনিটে। কিন্তু সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে গিয়ে বক্স থেকে নেয়া মানিকের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে সুযোগ পায় ভারত। কিন্তু রেনিন সিংয়ের শট নাহিদুল ঠেকিয়ে দেন।

    ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য ড্র। ফলে দুই দলই ছিলো এক পয়েন্ট পাওয়ার অপেক্ষায়। ইনজুরি টাইমে খেলা হয় পাঁচ মিনিট। দ্বিতীয় মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে উল্লাসে মাতে ভারত। সুমিত শর্মা বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝে লাফিয়ে উঠে হেড করে ম্যাচের ডেডলক ভাঙেন।

    পিছিয়ে পড়ার পর বাংলাদেশের হাতে সময় ছিল মিনিট তিনেকেরও কম। এর মধ্যেও সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। কাউন্টার অ্যাটাকে গোলরক্ষককে একা পেয়েও ফরোয়ার্ড ঠিকমতো হেড নিতে পারেননি। ফলে ভারতের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

    উল্লেখ্য, আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) আসরের পরবর্তী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…