এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ সোমবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সাংবাদিকদের নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই: ঝালকাঠির নতুন ডিসি

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ঝালকাঠি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ঝালকাঠি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

    সাংবাদিকদের নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই: ঝালকাঠির নতুন ডিসি

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ঝালকাঠি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম

    ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, সাংবাদিকদের নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। কোন কাজ করার আগে একটা পরিকল্পনা করতে হয় তাই সাংবাদিকদের নিয়ে সেই পরিকল্পনা করবো।আমরা বিশ্বাস করি আমাদের সাথে সাংবাদিকরা কাজ করবেন।খোঁজ নিয়ে জানতে পেরেছি ঝালকাঠিতে আগে কোন রকম নৈরাজ্য ছিলো না।আমরা আশাকরি এখনো থাকবে না।

    শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে প্রসেক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

    তিনি আরও বলেন,ঝালকাঠিতে কোন বালুমহল নাই তাই ঝালকাঠিতে কোন বালু উত্তোলন হবে না।এছাড়া যেসব ইটভাটার লাইসেন্স নাই সেগুলো বন্ধ করে দেওয়া হবে।ঝালকাঠির সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এরজন্য সবার সহযোগিতা কামনা করছি। আমরা যদি সবাই এক থাকি তাহলে সবকিছু খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো।একটি সুন্দর ঝালকাঠি করতে পারবো।

    প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে , বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সহকারী কমিশনার শিব্বির আহমেদ।

    বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সমাজের সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।আমরা একটা সুন্দর পরিবেশ করতে চাই যেটা সবার প্রত্যাশা। এখন একটা সুন্দর পরিবেশ এসেছে সমাজটা পরিবর্তন করার। তাই সবার সাথে সু-সম্পর্ক রেখেই পরিবেশটা তৈরি করবো।

    সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে পুলিশ সাংবাদিক এক হয়ে থাকলে কেউ কিছু করতে পারবেন না।আমাদের হুমকি দিলে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের হুমকি দিলে পুলিশ সহযোগিতা করবে তাহলে কেউ কিছু করতে পারবেন না। কেউ যদি আপনাদের মিথ্যা মামলা দেয় সেটা নিয়ে কেউ টেনশনে থাকবেন না আপনি যদি স্বচ্ছ থাকেন তাহলে কিছুই হবে না। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে, আমাদের সংশোধনী করার জন্য সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। আপনারা নির্বভীকভাবে সংবাদ পরিবেশেন করবেন।

    সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আল আমিন তালুকদার, মাসুদ আলম, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায় , সহ সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ,ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সদস্য আজমীর হোসেন তালুকদার, শফিউল আলম টুটুল,জহিরুল ইসলাম জুয়েল।

    এসময় প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য রতন আচর্য্য,রাজু খান,সদস্য মানিক আচার্য্য,শহিদুল আলম,মিজানুর রহমান টিটু, লিপু মাহমুদ, রুহুল আমিন রুবেল, জান্নাতিন নাঈম দিপ, ,কাজী সোলাইমান সুমন, সাইদুল ফরাজি, উজ্জ্বল রহমান, এস এম পারভেজ, নাঈম হোসেন, আরিফ সরদার উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…