এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বরিশালের সেই ফেন্সিডিল বাবুল গ্রেপ্তার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম

    বরিশালের সেই ফেন্সিডিল বাবুল গ্রেপ্তার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম

    বরিশাল নগরীর সেই আলোচিত মাদক ব্যবসায়ী ফেন্সি বাবুল ৩৫ বোতল ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক।

    শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পরিত্যাক্ত গোডাউন ঘর থেকে বাবুলকে গ্রেপ্তার করে। এ সময়ে অভিযান চালিয়ে তার বাসা ও গোডাউন থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাবুলের সহযোগী কাউনিয়ার মজনু। তাকে গ্রেপ্তার করার জন্য ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।

    শনিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।

    মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কের বাসিন্দা কাঞ্চন আলী তালুকদারের ছেলে আজিজ তালুকদার ওরফে বাবুল তালুকদার নগরীর দক্ষিণ বাঘিয়া এলাকাসহ নগরীতে দীর্ঘদিন ধরে একটি মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলো। এর আগেও বাবুল একাধিকবার পুলিশি অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরেন বাবুল।

    শুধু তাই নয় বাবুল মাদকদ্রব্য বিক্রি করে নগরীতে ৫ তলা ফাউন্ডেশন নিয়ে করেছেন একটি ভবন। পুলিশি নজরদারী এড়াতে পরিত্যাক্ত একটি ভবনের মধ্যে বসিয়েছেন অত্যাধুনিক সিসি টিভি ক্যামেরা। যেখানে বসে নিজেই মনিটরিং করেন মূল সড়ক। পুলিশের উপস্থিতি টের পেলেই সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি বাবুলের।

    মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ সগির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া বাবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বরিশালের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

    শনিবার দুপুরে গোপনে সংবাদের ভিত্তিতে তার নিজ বাসার পাশ্ববর্তী একটি মালামালের গোডাউনে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তার সহযোগী মজনুকে গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

    আটককৃত বাবুল তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…