এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কুয়াকাটায় পুলিশ-বিএনপির যৌথ আয়োজনে মতবিনিময় সভা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

    কুয়াকাটায় পুলিশ-বিএনপির যৌথ আয়োজনে মতবিনিময় সভা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

    পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও পৌর বিএনপি'র যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল নীলাঞ্জনার হল রুমে দুই ঘন্টা ব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মাহফুজ আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনসার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ মুসল্লি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মাস্টার, পৌর বিএনপি সহ-সভাপতি ডাঃ আব্দুল মান্নান, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক মো. রিয়াজ খান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

    এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতারা বলেন, আমাদের কুয়াকাটা এটি রক্ষণাবেক্ষণ করা সকলের দায়িত্ব। বিগত দিনে যা হয়েছে তা যেন আর না হয়। আমাদের বিএনপির নেতৃত্বে সকল দুর্নীতি,অনিয়ম, অন্যায় মুছে দিয়ে সুন্দর একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাই। এতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    নেতারা আরও বলেন, যদি কোন ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় দিয়ে অনৈতিক কোন সুবিধা হাসিল করতে চায়, সেখানেই তাকে প্রতিহত করতে হবে এবং দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কার্যকলাপে কেউ যুক্ত হলে সাথে সাথে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন সমাপনী বক্তব্য বলেন, আমরা কুয়াকাটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কুয়াকাটা আপনাদের এখানে অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মূলে রয়েছে পর্যটক। তাই পর্যটকদের আস্থা, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই। আমরা সকলে একযোগে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতার বিকল্প নেই।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…