এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

    সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষার্থীদের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

    ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছে।

    আজ রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হয়। সাত কলেজের সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষাবিদদের নিয়ে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার দাবি জানানো হয়।

    সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবিগুলো উত্থাপন করে ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান।

    দাবিগুলো হচ্ছে:

    ১) স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতা

    ২) ডিপার্টমেন্ট ভিত্তিক গুনগত মানের শিক্ষকের অপ্রতুলতা

    ৩) ঢাবি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ থাকলেও সাত কলেজের শিক্ষার্থীদের সেই ধরনের কোন সুযোগ নেই

    ৪) সাত কলেজের একাডেমিক কোন ক্যালেন্ডার নেই

    ৫) শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংকট

    ৬) তীব্র ক্লাসরুম সংকট

    ৭) ফলাফল প্রকাশে বিলম্ব করা।

    ৮) একাডেমিক সিলেবাস শেষ না করা।

    ৯) পরিক্ষার ফলাফল মূল্যায়ণে গণহারে ফেল করিয়ে দেওয়া।

    ১০) ঢাবি কর্তৃপক্ষ সাত কলেজ থেকে প্রতি বছর শত কোটি টাকা আয় করলেও সাত কলেজের জন্য কোন বরাদ্দ দেওয়া হয় না।

    ১১) বিজ্ঞান বিভাগের ল্যাবগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র নেই।

    ১২) হুটহাট পরিক্ষা।

    ১৩) সান্ধ্য আইনের ফলে শিক্ষার্থীদের আলাদা করে কোন সহশিক্ষা কার্যক্রম করতে পারে না।

    ১৪) সার্টিফিকেটে Affiliated শব্দ ভিন্ন ফ্রন্টে লেখা থাকায় চাকরি বা বিদেশে উচ্চশিক্ষায় বাধাগ্রস্ত হওয়া।

    ১৫) সেমিস্টার সিস্টেম না হওয়ায় ফলাফল বিপর্যয়।

    ১৬) ইংরেজি মাধ্যমে পড়ানোর দাবি।

    ১৭) মানোন্নয়ন ফি ঢাবির প্রায় চারগুন বেশি নেওয়া।

    ১৮) ঢাবি সাত কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।

    ১৯) সাবজেক্ট চয়েসে মাইগ্রেশন সিস্টেম না থাকা।

    ২০) সমাবর্তনে সরাসরি অংশগ্রহণের সুযোগ না থাকাসহ আরও বিভিন্ন বিষয়।

    উল্লেখ্য ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ ( ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ) শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে তৎকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…