এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ রবিবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২২ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    আমনে মাজরা পোকার আক্রমণ, কীটনাশকেও কাজ হচ্ছে না

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

    আমনে মাজরা পোকার আক্রমণ, কীটনাশকেও কাজ হচ্ছে না

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

    ঠাকুরগাঁও‌য়ে আমন ধানখেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কীটনাশক প্রয়োগেও পোকা দমন না হওয়ায় ধানের কাংখিত ফলন নিয়ে শংকায় আ‌ছেন তারা।

    কৃষকরা বল‌ছেন- এ বছর অ‌তিরিক্ত তীব্র গরমে জ‌মি‌তে দেয়া কীটনাশক কার্যকা‌রিতা হারা‌চ্ছে, এ‌তে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।

    যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তীব্র তাপ প্রবাহে পরিবর্তন হয়েছে মাজরা পোকার ধরন। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ।

    সদর উপজেলার সালান্দর, মাদারগঞ্জ, রায়পুর, বিলপাড়া, গৌ‌রিপুর, গ‌ড়েয়া ও বেগুনবা‌ড়িসহ বিভিন্ন এলাকার ফস‌লি মাঠ ঘুরে দেখা গেছে, আমন খেতের গাছে এ‌সে‌ছে থোড়।‌ কিছু আগাম জা‌তের ধা‌ন থেকে শিষ বের হয়েছে। এ সম‌য়ে কেউ ধানখেতে কীটনাশক, কেউবা সার ছিটাচ্ছেন, কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারে।

    জেলার সদর উপজেলার নারগুন এলাকার কৃষক রমজান আলী স্বপন জানান, এখনও ধা‌নের গা‌ছ থোড় পর্যায়ে রয়েছে। প্রতিবছর তিনবার বালাইনাশক ছিটালেই আর প্রয়োজন প‌ড়েনা। বেশি হলে কখনো চার বার দিতে হয়েছে। এবার গা‌ছের এখনো শিষ বের হয়নি। এরই ম‌ধ্যে তিনবার বালাইনাশক দিতে হয়েছে। আরও অন্তত তিনবার না দিলে এবার ফসল ঘরে তুলতে পারবো না।

    সদ‌রের সালান্দর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, মাত্র ধানের থোড় বের হচ্ছে। এ মুহূর্তে পোকার আক্রমণ দেখা দি‌য়ে‌ছে। এর প্রতিকার না করা হলে আমাদের মতো বর্গা চা‌ষি‌দের বড় ক্ষতি হয়ে যাবে।

    খোচাবাড়ি গ্রা‌মের কৃষক জহির বলেন, প্রতিবছর বর্গা চাষ, পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বাড়ছে। এতে আমা‌দের উৎপাদন খরচও বে‌ড়ে‌ছে। তার ওপর পোকার আক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

    ‌রায়পুর এলাকার কৃষক জয়নুল ব‌লেন, আবাদের শেষ সমায়ে হঠাৎ ধানের শিষ কে‌টে দি‌চ্ছে পোকা। এ‌তে ক‌রে শিষ সাদা হয়ে বের হ‌চ্ছে। নি‌জের ৬ বিঘা জ‌মি‌তে ৯ হাজার টাকা খরচ ক‌রে চারবার স্প্রে কর‌ছি এ‌তেও পোকা ধমন হ‌চ্ছে না।

    জেলা কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৮০ হেক্টর জমিতে আম‌নে চাষ হয়েছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্তরের উপ প‌রিচালক সিরাজুল ইসলাম বলেন, তীব্র তাপ প্রবাহে পরিবর্তন হয়েছে মাজরা পোকার ধরন। যদিও এই সময়ে ধানগাছে মাজরা পোকার আবির্ভাব ঘটে। পোকা দমনে কৃষকদের মাঠ পর্যা‌য়ে কৃ‌ষি উপসহকারীগণ প্রয়োজনীয় পরামর্শ দি‌চ্ছেন। আবহাওয়া অনুকূল এবং রোগবালাই থেকে ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…