এইমাত্র
  • মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
  • শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
  • সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার
  • হিলিতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
  • বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
  • কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
  • রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত
  • বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান
  • আজ সোমবার, ৭ আশ্বিন, ১৪৩১ | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

    মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

    কিশোরগঞ্জে ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    রবিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোঃ ওহাব ভূঁইয়া (৪৫) উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

    এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির -ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে মাটিতে ফেলে রাখেন।

    স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু হয় ।

    ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘটনাস্থলে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ পাঁচজনকে আটক করেন।

    সেনাবাহিনী সূত্র জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

    ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…