এইমাত্র
  • ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক বক্তা তাহেরীর গাড়িতে হামলা
  • ইমরানের বিরুদ্ধে এবার সন্ত্রাসবাদে উস্কানির মামলা
  • হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ
  • সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী
  • দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে: উপদেষ্টা নাহিদ
  • প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ
  • বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে
  • সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার
  • মাহমুদউল্লাহকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচক
  • সাকিবের শেষ টেস্ট ভারতে না বাংলাদেশে, যা বলছেন তামিম
  • আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন, ১৪৩১ | ১ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    নারী নিরাপত্তা সেল কার্যকর করার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

    নারী নিরাপত্তা সেল কার্যকর করার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এম. হারুন-অর-রশীদের বিরুদ্ধে ভেটেরিনারি অনুষদের মালয়েশিয়ান এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

    এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত 'নারী নিরাপত্তা সেল' কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাধারণ শিক্ষার্থীরা।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা ওই মানববন্ধনের আয়োজন করেন।

    জানা যায়, ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলমকে আহ্বায়ক এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. শহীদুল আলমকে সদস্য সচিব করে ৫ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তমা বলেন, ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের দ্বারা আমরা বিভিন্ন সময়ে উত্যক্তের শিকার হয়। এই ভয়ে ক্যাম্পাসে আমরা স্বাধীন ভাবে চলাচল করতে পারি না। তাই আমরা প্রশাসনের কাছে নারীদের ক্যাম্পাসে নিরাপদভাবে চলাচল যেন করতে পারে এই দাবি থাকবে। আর আমাদের দাবি মেনে এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি।

    অংশগ্রহণকারী আরেকজন স্নাতকোত্তর শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই যে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অতীতে বিভিন্ন নারী কেলেঙ্কারির ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচার হয়নি। আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই বিশ্ববিদ্যালয়ে অতীতে যে সব যৌন হয়রানির ঘটনা ঘটেছে সেগুলো সহ সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় নেওয়া হোক। এছাড়াও আমরা প্রশাসনের কাছে দাবি জানায় ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার জন্য 'নারী নিরাপত্তা সেল' সক্রিয় করা হোক।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…