বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিজনাল জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে জ্বরে আক্রান্ত হন এই রাজনীতিবিদ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্বরে আক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল রাতে দেখতে গিয়েছিলেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। এখন মহাসচিব বিশ্রামে আছেন। বাসা থেকে বের হওয়ার সম্ভবনা নেই।
শায়রুল কবির বলেন, জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ওলামা দলের নির্ধারিত আজকের আলোচনা সভায় অংশ নেবেন না মির্জা ফখরুল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।