এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    নেত্রকোনায় ভারতীয় মানব পাচারকারীর সদস্যসহ আটক ৫

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম

    নেত্রকোনায় ভারতীয় মানব পাচারকারীর সদস্যসহ আটক ৫

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম

    নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুর সীমান্তে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময়ে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য সহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তার মধ্যে দুইজন বাবা-মেয়ে ও বাকি দুজন মানব পাচারকারীর চক্রের সদস্য।

    শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান।

    শুক্রবার (১১ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এইসময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে।

    আটক ব্যক্তিরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।

    প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫৪/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়পুর মনতলা নামক স্থানে বিজিবির টহল দল সীমান্তের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির একপর্যায়ে পাঁচজনকে আটক করে।

    পরে তাদের টাকা পরিচয় পত্রের মাধ্যমে একজন ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য ও বাংলাদেশী চারজনের পরিচয় সনাক্তের পর তাদের আটক করে বিজিবি। এইসময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

    নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএমঅধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথ দীর্ঘদিন যাবত বাংলাদেশী মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথ এর সহযোগীতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাথে পাচারের উদ্দেশ্যে আনা বাংলাদেশী নাগরিক প্রিয়াংকা দেবনাথ তার পিতা পরিমল দেবনাথসহ তাদের সীমান্ত থেকে আটক করা হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…