ভারতের ঢলে আক্রান্ত জেলার চার উপজেলার পানিবন্দী পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও ভেসে উঠছে ক্ষত চিহ্ন।
গেল সাতদিনে পানি কমলেও এখনও জেলার কলমাকান্দা সদরসহ বেশ কিছু এলাকার নিচু বাড়িঘরের আশপাশ পানিতে তলিয়ে রয়েছে। নানা কাঁচা পাকা গ্রামীণ সড়ক এখনো ভেসে উঠেনি পুরোপুরি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্যমতে, কৃষি জমি তলিয়েছে প্রায় ২৫ হাজার হেক্টর যার মূল্য ৩১৩ কোটি টাকা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৬৯ টি কৃষক পরিবার। জেলা মাছের ঘের ও পুকুর ডুবেছে ১৪৮০ টি। মৎস্য বিভাগের তথ্যমতে ৭২৩ দশমিক ৪৩ মেট্রিক্স টন পোনা ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ হবে ৮ কোটি ২৪ লাখ টাকার উপরে। তবে এই ক্ষতি আরও বেশি বলে দাবী স্থানীয় কৃষক এবং চাষীদের।
এছাড়াও জেলার কাঁচা পাকা অনেক গ্রামীণ সড়ক তলিয়ে এখনো যোগাযোগ উপযোগী হয়নি। বিভিন্ন গ্রামীণ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
এখনো প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা সড়ক ও এক হাজার ৬৩৮ কিলোমিটার পাকা সড়কপথ স্বাভাবিক হয়নি। সরকারি হিসেব অনুযায়ী ৪৮ হাজার মানুষ পানিবন্দী হলেও এর সংখ্যা অনেক বেশি বলে দাবী আক্রান্ত এলাকার মানুষদের।
এমআর