এইমাত্র
  • ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো: সোহেল তাজ
  • বঙ্গভবনের নিরাপত্তায় ৪ স্তরের বেষ্টনী, কাঁটাতারের বেড়া
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল
  • খাবার আনতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত
  • শেখ হাসিনাসহ পরিবারের অন্যদের নামে প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি
  • রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান
  • চকরিয়া থানা পুলিশের অভিযানে আটক ২
  • নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় মামুনুল হকের খালাস
  • সচিবালয়ে বিশৃঙ্খলায় ৫৪ শিক্ষার্থীর ২৬ জনকে গ্রেফতার দেখাল পুলিশ
  • ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবে ভেঙে গেলো ইনানী জেটি
  • আজ বৃহস্পতিবার, ৯ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত বরিশালে ৫৪১ আশ্রয়কেন্দ্র

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম
    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

    ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত বরিশালে ৫৪১ আশ্রয়কেন্দ্র

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

    ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। ইতোমধ্যে বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫০০ জন করে মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভা শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক জানান, ৫৪১ আশ্রয়কেন্দ্রের বাইরে জেলায় অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজসহ ৭৯৮টি এবং ১৫০০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও দুর্যোগকালের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি সেগুলোতে মানুষ আশ্রয় নিতে পারবে।

    জেলা প্রশাসক বলেন, আমরা উপজেলা ও জেলা পর্যায়ে আগাম সভা করে ফেলেছি, এখন আমরা আমাদের সক্ষমতা সম্পর্কে অবগত রয়েছি। এক কথায় দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

    যে প্রস্তুতির মধ্যে আমাদের হাতে এ মুহূর্তে ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রয়েছে। ত্রাণকাজ পরিচালনার জন্য ৫৬৯ মেট্রিক টন চালও মজুদ রয়েছে।

    এছাড়া শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, এ মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, সিপিপি, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ বিভাগের সাথে সভা করেছি। তারা আমাদের তাদের প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…