এইমাত্র
  • ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
  • দেশের প্রেক্ষাগৃহে আসছে 'পুষ্পা টু'-'ভুলভুলাইয়া থ্রি'
  • রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন সাদিয়া আয়মান?
  • তিন দিনের কর্মসূচি ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
  • ইসরায়েলে পাল্টা হামলা চালাবে ইরান
  • যশোর করোনারি কেয়ার ইউনিটে পদ আছে চিকিৎসক-সেবিকা নেই
  • বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই গ্রেপ্তার: আইজিপি
  • কুমিল্লায় স্বামীকে হত্যা করে সিলিংয়ে ঝুলিয়ে রাখেন স্ত্রী
  • বিএনপির সঙ্গে বৈঠকে হাসনাত আব্দুল্লাহসহ ৭ ছাত্রনেতা
  • আজ শনিবার, ১১ কার্তিক, ১৪৩১ | ২৬ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    দুদিন পর রিজাউলের লাশ হস্তান্তর করল বিএসএফ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

    দুদিন পর রিজাউলের লাশ হস্তান্তর করল বিএসএফ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

    ভারতের অভ্যন্তরে মৃত্যুবরণ করা রিজাউল করিমের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

    শনিবার(২৫ অক্টোবর) দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে ভারতীয় পুলিশ। দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

    প্রেস বিজ্ঞপ্ততে জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর নিকট দিয়ে ০৭ জন বাংলাদেশী নাগরিক কাঁটাতার হতে আনুমানিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।

    এসময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ০৬ জন পালাতে সক্ষম হলেও ০১ জন সেখানে একটি কালভার্ট হতে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন হয়ে কালভার্টের পানিতে তলিয়ে যায়। তৎক্ষণাৎ বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত বাংলাদেশীর নাম রিজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

    বিজয়পুরের বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

    এদিকে নিহতের বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দুদিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারত।

    এব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশের নাগরিকের আমাদের কাছে হস্তান্তর করেছে। ইতিমধ্যে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহ ভারতে একবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে তবে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…