এইমাত্র
  • লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন আজ
  • শুল্ক প্রত্যাহারের ঘোষণায় বিশ্ববাজারে কমেছে চালের দাম
  • দক্ষ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী সৌদি
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩, লেবাননে ২১
  • ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেপ্তার
  • স্টেশনে এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত
  • মসিকের সাবেক দুই কাউন্সিলর অস্ত্রসহ গ্রেপ্তার
  • জানা গেল ২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়
  • পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী কারাগারে
  • বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার নির্দেশ দিলেন শেখ হাসিনা
  • আজ সোমবার, ১৩ কার্তিক, ১৪৩১ | ২৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    সিন্ডিকেট ভাঙতে ক্রয়মূল্যে সবজি বিক্রি

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

    সিন্ডিকেট ভাঙতে ক্রয়মূল্যে সবজি বিক্রি

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

    সবজির দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও এ বাজার কেন্দ্রিক সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন ক্রয়মূল্যে সবজি বিক্রি করা শুরু করেছে।

    রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাতকানিয়ার কেরানীহাটে এ কার্যক্রম শুরু করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, সিএ মিজানুর রহমান, কেঁওচিয়া ইউপি সদস্য মো. মহসিন উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    রোববার সকালে সরেজমিনে কেরানীহাট কাঁচাবাজার সংলগ্ন উলামিয়া মার্কেটের সামনে গিয়ে ক্রেতাসাধারণদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। দেখা যায়, আলু প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, শসা ৪০ টাকা, কাকরুল ৭৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, শাক ২০ টাকা, কচুরলতি ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, লাউ ৩০—৩৫ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৫৫ টাকা ও মুলা ৫৫ টাকা বিক্রি করা হচ্ছে।

    সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন, সহ-সভাপতি ফারহান মাহবুব মিজান, অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক সাইফুল ও দপ্তর সম্পাদক মো. মিজান ক্রয়মূল্যে সবজি বিক্রি কার্যক্রমে অংশ নিয়েছেন।

    জানতে চাইলে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদ বিন নূর বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কম দামে সবজি পৌঁছে দেয়ার লক্ষ্যে সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তরা উপকৃত হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…