নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা লোহাগড়া-লাহুড়িয়া সড়কে মোটরবাইক শোভাযাত্রা সহকারে এ মিছিল করে।
এসময় তারা 'জয় বাংলা-জয় বঙ্গববন্ধু, 'শেখ হাসিনা আসবে-রাজপথ কাঁপবে' ইত্যাদি স্লোগান দিতে থাকে৷ এ বিক্ষোভ মিছিলের ভিডিও নিজেরাই ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান জুয়েলের নেতৃত্বে হওয়া এ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নিলয় মোল্যা, কোটাকোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা সজিবুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব লাল, ছাত্রলীগ ক্যাডার রিয়াজ শিকদার, নলদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, নাহিদ হোসাইন, হাকিম কাজী, পাবেল, ছাত্রলীগ ক্যাডার জুয়েল, আর এম মামুন, সৈয়দ সজল প্রমুখ।
এদিকে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠনটির এমন বিক্ষোভে স্থানীয় জনগনের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মো. তুহিন মোল্যা বলেন, নিষিদ্ধ সংগঠনটি পুনরায় তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে পারে। গণহত্যার জন্য ন্যূনতম অনুশোচনা না করেই তারা ত্রাস সৃষ্টির জন্য এই মিছিল করেছে।
কাজী ইয়াজুর রহমান বাবু নামে আরেক শিক্ষার্থী বলেন, গত ৪ আগস্ট নড়াইল ও লোহাগড়ায় হওয়া আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কাউকে গ্রেফতার করছেনা৷ এভাবে চলতে থাকলে পুনরায় ছাত্রজনতার ওপর গুপ্ত হামলা শুরু হতে পারে।
এদিকে মিছিলের বিষয়ে জানার জন্য লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে লাইনে পাওয়া যায়নি।
এআই