মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্রি ৪৯ ধানের জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের ফসলের মাঠে এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং ড. মো.আব্দুল আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো.জাকির হোসেন, ঢাকা অঞ্চলের উপপরিচালক গোলাম মোস্তফা খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (পি পি) কৃষিবিদ কল্যান কুমার সরকার ও মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রাণী।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বয়রাগাদী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র, তাহমিনা শুভ্রাসহ স্থানীয় কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এআই