শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জন করতে হলে মোবাইল ফোনের আসক্তি কমিয়ে সঠিক পথ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পথচলায় ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস, সততা ও নৈতিকতার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই সব গুণাবলি অর্জন করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম।
শনিবার (১৬ নভেম্বর) ফটিকছড়ির ঐতিহ্যবাহী দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মাদ্রাসার যৌথ আয়োজনে আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভূজপুর থানার ওসি আরজুন আহমেদ, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুহাম্মদ আল কাদেরী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইউছুপ জাফর চৌধুরী শাহিন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরীসহ আরও অনেকে।
এদিন শিক্ষার্থী ও শিক্ষকরা এক আবেগঘন পরিবেশে মিলিত হন, যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শেষদিকে, সম্মানিত অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এআই