এইমাত্র
  • পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
  • সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে: তারেক রহমান
  • ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত
  • যত তাড়াতাড়ি নির্বাচন ততই কল্যাণ: মির্জা ফখরুল
  • মওলানা ভাসানী ছিলেন শোষণের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে: তারেক রহমান
  • আমাদের ১২ মাসই হোক জুলাই: ফারুকী
  • বাসের ভেতরে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ
  • বাংলাদেশের রিকশাচালকদের স্যালুট দিলেন পাক হাইকমিশনার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশীদের সমর্থন পায়নি বাংলাদেশ
  • আজ শনিবার, ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪
    জাতীয়

    নারীদের আসন দিতে হবে ১০০টি: ড. বদিউল আলম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

    নারীদের আসন দিতে হবে ১০০টি: ড. বদিউল আলম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

    নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জাতীয় সংসদে নারী সংরক্ষিত ৫০ আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে। নারীদের আসন দিতে হবে ১০০টি। তবে তা হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। কেননা এখন টাকা দিয়ে নারীদের আসন কিনে নেওয়া হচ্ছে।

    শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এ মন্তব্য করেন।

    পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে সেটা ভুল ধারণা, এক্ষেত্রে সংসদের ভূমিকা লাগবে।

    সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটি সবার উল্লেখ করে ড. বদিউল আলম বলেন, সংবিধানকে নানা সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এক তৃতীয়াংশ পরিবর্তন করে সংবিধান কলুষিত করা হয়েছে।

    মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারও নেই জানিয়ে ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, বর্তমানে সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে, যা পরিবর্তন করতে হবে।

    সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, এখানে নারীকে প্রতীকী অবস্থায় নিয়ে যায়। সেই সঙ্গে নারীকে অবমূল্যায়ন করা হয়। তাই সংস্কার প্রয়োজন। সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীকে ক্ষমতায় আনার ব্যবস্থা করতে হবে। ৪০০ আসন হলে ১০০টি নারীর জন্য বরাদ্দ করতে হবে, তাও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত নির্বাচনের মাধ্যমে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল হোসেন বলেন, বিগত সময়গুলোতে রাজনৈতিক সংকটে এই সংবিধান সমাধান করতে পারেনি। বরং সংকট বাড়িয়েছে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…