নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্যচাষী শাহ জামাল। ঘটনাটি ঘটেছে উপজেলার সুকাশ ইউনিয়নের লওদাপাড়ার গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী শাহ জামাল ঐ গ্রামের মৃত সুর্যত আলী শেখের পুত্র।
শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে টেংরা, পাবদা, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী জানান, প্রায় ৬ মাস আগে ঐ গ্রামের আ: সামাদ গং এর কাছ থেকে ৩ বছরের জন্য ১২ বিঘা পুকুর লিজ নিয়ে প্রায় ১০ প্রজাতির মাছ ছাড়া হয়। শুক্রবার গভীর রাতে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করে। আজ শনিবার ভোরে এসে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে এবং বিষ প্রয়োগের কিটনাশক উদ্ধার করা হয়।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আরও জানান, শত্রুতা মুলক কেউ এটা করেছে। এতে তারা সর্বশান্ত। প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।