কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বিতীয় বারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্ধোধণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) রাত ৯টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডপ রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী রাসযাত্রার শুভ উদ্ধোধন করেছেন সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়।
শুভ উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডলের সঞ্চলনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অনীল চন্দ্র রায়, রাধাগোবিন্দ রাসযাত্রা উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক সঞ্জিত কুমার, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস প্রমূখ। এ সময় অন্নদা বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, বসন্ত বিশ্বাস, নরেন্দ্রনাথ বিশ্বাস,পরেশ চন্দ্র বিশ্বাস ও সংবাদ কর্মী রণবীর চন্দ্র রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, রাসযাত্রা উপলক্ষ্যে সাতদিন ব্যাপী ভাগবত আলোচনা, লীলা কীর্ত্তণ, ভজন কীর্ত্তণ ও মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, গোরকমন্ডপ রাধাগোবিন্দ সার্বজনীন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের রাসলীলা অনুষ্ঠানটি গত দুই বছর ধরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে করে আসছেন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি গত বছরের ন্যায় এ বছরও অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। আমরা অনুষ্ঠানটির খোঁজ খবর ও পরিদর্শন করছি।
রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানের পূজারী বীরেন্দ্র নাথ বর্মন (দাস) জানান, রাস পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপন উপলক্ষে সাতদিন ব্যাপী ৩১ রাধাগোবিন্দ যুগল ও অষ্টসখী এবং দূর্গাদেবীসহ ৬০ টি দেব-দেবীরর পূজা-অচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন রাসলীলাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে রাসযাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেছি। এই সাতদিন পুলিশের টহল থাকবে এবং পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও অনুষ্ঠানে সব সময় থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে এই সাতদিন শান্তিপূর্ণ ভাবে রাসযাত্রা অনুষ্ঠানে পূজা অচনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে ব্যাপারে আমাদের ফুলবাড়ী থানার পক্ষ থেকে বিশেষ টহল থাকবে বলে জানান ওসি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ী থানা পুলিশ ও গ্রাম পুলিশ সাতদিন ব্যাপী রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানে সার্বক্ষণিক টহল জোড়দার থাকবে। এছাড়া আমাদের বিশেষ নজর অব্যাহত থাকবে।
এআই