কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রকিবুল ইসলাম রিয়াদ।
শনিবার (১৬ নভেম্বর) সংগঠটির সাবেক সভাপতি মোহাম্মদ হৃদয় ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুনতাসির মামুন এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শুদাদ আনোয়ার সাহিল, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রিফাত আহমেদ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নওশীন আল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আমিনুল হৃদভ ও ফয়সাল খান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। কোষাধ্যক্ষ হিসেবে আছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অপান্দন চন্দ্র সরকার। ইভেন্ট সেক্রেটারি হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ লাবিব, একই বিভাগের শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিন খান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান। জনসংযোগ সম্পাদক হিসেবে আছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃ ফারদিন এহসান ও পিয়াস রঞ্জন বিশ্বাস। গণমাধ্যম ও প্রেস সচিব হিসেবে আছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শেইন গনসালভেস। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন এসকে এস্তিয়াক আহমেদ পিয়াল, তাসফিক জাহিন রাফি, মোঃ হাসমত আলী,আহসান ই-নূর, মাহফুজ রাফি।
নতুন কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিয়াদ বলেন, কলেজের কাটানো সময়টা খুব কম হলেও এর আবেগ অনির্ণেয়। আমি এখনও খুব করে কলেজের দিনগুলোকে দারুণ মিস করি। কলেজের নাম শুনলেই অন্যরকম একটা ভালোবাসার অনুভূতি কাজ করে। কলেজকে বুকে লালন করার সুবাদে ভার্সিটিতে এসেও কলেজ এসোসিয়েশনের প্রতি বেশ আগ্রহ তৈরি হয়। যখন সবাই একসাথে আড্ডা দিতাম; কেন যেন, বিশাল কুবির মাঝে একখন্ড নটরডেমের অস্তিত্ব খুঁজে পেতাম। আমার কলেজের ছোট কিংবা বড় ভাই, এটা শুনলেই আলাদা রকমের একটা টান কাজ করে। ভার্সিটির শুরু থেকেই কলেজ এসোসিয়েশনের সাথে আমার পথ চলা। আর শেষ অবধি সংগঠনের সাথেই থাকতে চাই।
নতুন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, নটরডেমিয়ান ফ্যামিলি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমাদের খুব ছোট একটি সংগঠন। এই সংগঠনের ভিত্তি হচ্ছে নটরডেমিয়ান ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে থাকি। যেহেতু এই সংগঠনের বড় দায়িত্বে আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো সবাইকে সাথে নিয়ে নটরডেমের গৌরব ধরে রাখার।’
উল্লেখ্য, আগামী এক (০১)বছরের এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবেন।
এআই