এইমাত্র
  • ‘ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না’
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য
  • মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক
  • পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা পড়েছেন শত শত কর্মকর্তা
  • নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলে, লাশ হয়ে ফিরল ১ জন
  • পরীক্ষায় খারাপ করায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুরি হামলা, নিহত ৮
  • নায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি
  • মির্জাপুরে ট্রেন বিরতির দাবিতে ৭ দিনের আল্টিমেটাম
  • আবারও নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফ্ল্যাশ বোমা হামলা
  • চাল সিন্ডিকেটের মূলহোতা রশিদ গ্রেফতার
  • আজ রবিবার, ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    নায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম

    নায়িকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৪ এএম

    নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। তিনি সালমান শাহর নায়িকা হিসেবেও পরিচিত। শিল্পীর স্বামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ তাদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

    সেই চিঠিতে বলা হয়েছে, হেফজুল বারি মোহাম্মদ ইকবাল ওরফে এইচবিএম ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, ডা. ইকবালের প্রথম স্ত্রী প্রয়াত মমতাজ বেগম পক্ষের সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল এবং নওরীন ইকবালের অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেয়া হলো। আগামী ৩০ দিনের জন্য এসব ব্যক্তি ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন স্থগিত থাকবে।

    মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারা অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, এসব ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের তথ্য আগামী ৪ দিনের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো। এসব ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক হিসাবে লেনদেন যেন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা সংশ্লিষ্ট বিষয়েই হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    ব্যাংকের মালিকানার পাশাপাশি এইচ বি এম ইকবাল নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির অধীনে পাঁচ তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ নানা ধরনের ব্যবসা রয়েছে। দেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি।

    ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি এইচ বি এম ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসাঁ, গুলশান-২-এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…