মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সশস্ত্র করা গেলে এই বাহিনীর গতি আরও বাড়বে। যে ব্যাপারে সরকারের কাছে একটি খসড়া প্রস্তাবনা দেয়া আছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিফর্ম আছে কিন্তু অস্ত্র না থাকায় বিভিন্ন সময়ে পুলিশ বিজিবি র্যাবের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করতে হয়। অস্ত্র ছাড়া অভিযান পরিচালনা করতে গিয়ে - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনেক সদস্যই আহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
খন্দকার মুস্তাফিজুর রহমান আরও বলেছেন, উপজেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম দাপ্তরিকভাবে বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম এর উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান ও কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান মহাপরিচালকের কাছে তাদের দাপ্তরি সমসাময়িক অবস্থা তুলে ধরেন। মহাপরিচালক কুমিল্লার বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।