এইমাত্র
  • পরাজিত শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাই ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস
  • খাবারের সময় সালাম দেওয়া-নেওয়া যাবে কি?
  • ‘ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যড়ষন্ত্র করছে’
  • ভারতে চার নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার
  • বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লার মুখপাত্র নিহত
  • ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
  • শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা
  • ‘জুলাই গণহত্যাসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে’
  • মৃত্যুর এক মাস পর খোলা হচ্ছে মনি কিশোরের ফ্ল্যাটের তালা, যা জানা গেল
  • পরীমণিকে উদ্দেশ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান, নায়িকার স্টেজ ত্যাগ
  • আজ রবিবার, ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪
    বিনোদন

    মৃত্যুর এক মাস পর খোলা হচ্ছে মনি কিশোরের ফ্ল্যাটের তালা, যা জানা গেল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

    মৃত্যুর এক মাস পর খোলা হচ্ছে মনি কিশোরের ফ্ল্যাটের তালা, যা জানা গেল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

    মৃত্যুর প্রায় এক মাস পর গায়ক মনি কিশোরের রামপুরার সেই ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে। গত ১৯ অক্টোবর ৯৯৯ এ ফোন পেয়ে ফ্ল্যাটটি থেকে ৯০ এর দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে তদন্তের স্বার্থে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ছাড়া ওই ফ্ল্যাটে প্রবেশে নিষেধ ছিল।

    তবে রোববার (১৭ নভেম্বর) গায়ক মনি কিশোরের রামপুরার সেই ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে বলে জানিয়েছেন মামলার দায়িত্বে থাকা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খান আবদুর রহমান। মনি কিশোরের পরিবার ও বাড়ির মালিকের উপস্থিতিতে ফ্ল্যাটের তালা খোলা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

    জানা গেছে, গায়ক মনি কিশোরের লাশ উদ্ধার হওয়ার পর থেকে রামপুরার ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। এতে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন বাড়ির মালিক। অন্যদিকে মনি কিশোরের পরিবারও বাড়িটি খালি করার কথা বলছিলেন। ফলে আইনি কোনো বাধা না থাকায় ফ্ল্যাটের তালা খোলা হচ্ছে।

    এসআই খান আবদুর রহমান জানিয়েছেন, বাড়ির মালিক ও মনি কিশোরের পরিবার থেকে বাড়িটি খালি করার কথা বলা হচ্ছিল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। আর আইনি কোনো জটিলতাও নেই। সবার সঙ্গে কথা বলে বাড়িটি খালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবার উপস্থিতিতেই ফ্ল্যাটের তালা খোলা হবে।

    বিষয়টি নিশ্চিত করে বাড়ির মালিক শামসুদ্দোহা তালুকদার জানিয়েছেন, পুলিশ ও মনি কিশোরের ভাইকে রুমটি খালি করে দেয়ার বিষয়ে বলেছিলেন তিনি। পরে রুমটি খালি করে দেয়ার সিদ্ধান্ত হয়। রোববার মনি কিশোরের ভাই আসার কথা রয়েছে। তার ও পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বাড়ির মালিক শামসুদ্দোহা তালুকদার।

    গত ১৯ অক্টোবর রামপুরার ফ্ল্যাটটি থেকে গায়ক মনি কিশোরের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। কয়েকদিন তাকে ফোনে না পেয়ে পরবর্তীতে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে তালা দেয়া পান বাসার মালিক। অন্যদিকে রুমটি থেকে দুর্গন্ধ বের হলে একপর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে ৯৯৯ এ ফোন পেয়ে মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

    মরদেহ উদ্ধারের সময় পুলিশের প্রাথমিক ধারণা ছিল, অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে মনি কিশোরের। এমনকি তিনি নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। কারণ, মরদেহ উদ্ধারের পর ওই বাসা থেকে সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসেনি।

    অন্যদিকে মরদেহ উদ্ধারের পর প্রথমে দাফন নিয়ে জটিলতা হলেও পরবর্তীতে ২৪ অক্টোবর মনি কিশোরের মরদেহ দাফন করা হয়। ওইদিন ঢাকার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদের পাশের একটি কবরস্থানে ৯০ এর দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে সমাহিত করা হয়।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…