এইমাত্র
  • ঘনকুয়াশায় ঢাকার ফ্লাইট নামবে চট্টগ্রাম-সিলেটে
  • পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য
  • কবে যুক্তরাজ্য যাবেন সিদ্ধান্ত খালেদা জিয়ার: পররাষ্ট্র উপদেষ্টা
  • পরাজিত শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাই ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস
  • খাবারের সময় সালাম দেওয়া-নেওয়া যাবে কি?
  • ‘ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর যড়ষন্ত্র করছে’
  • ভারতে চার নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার
  • বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লার মুখপাত্র নিহত
  • ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
  • শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা
  • আজ রবিবার, ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    স্বামীকে হত্যায় প্রেমিক-গৃহবধূর মৃত্যুদন্ড

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

    স্বামীকে হত্যায় প্রেমিক-গৃহবধূর মৃত্যুদন্ড

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

    ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে সাবিনা খাতুন (২৮) ও তার পরকীয়া প্রেমিক লিয়াকত আলীকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

    রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক আলী মনসুর এই রায় দেন। একইসঙ্গে দু'জনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিকেলে আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব এসব তথ্য নিশ্চিত করেছেন।

    দণ্ডপ্রাপ্তদের মধ্যে পরকীয়া প্রেমিক লিয়াকত আলী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোরকপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহর ছেলে এবং সাবিনা খাতুন একই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।

    মামলার বিবরণে জানা গেছে, হত্যার শিকার হযরত আলী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাবিনা খাতুনকে বিয়ে করেন। এরপর সাবিনা খাতুন বাসার আশপাশে ঝিয়ের কাজ শুরু করার সুযোগে লিয়াকত আলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। হযরত আলী বিষয়টি জেনে গেলে তাকে হত্যার পরিকল্পনা করেন সাবিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিক। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ২৯ আগস্ট হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুড়া গ্রামের আতঁলা বিল এলাকায় হযরত আলীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ফসলি জমিতে মরদেহ পুঁতে রাখা হয়।

    আদালতের বেঞ্চ সহকারী জানান, নিহত হযরত আলীর ভাই আবু নাছের বাদী হয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর উপরোক্ত আসামিদের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত আজ এই রায় প্রদান করেন। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…