চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। এ ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত স্থানীয়রা।
জনবল সঙ্কটের কারণে শুধুমাত্র সপ্তাহের প্রতি রবিবার অন্তঃসত্ত্বাদের সিজারিয়ান অপারেশনের সেবা দেয়া হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, রবিবার (১৮ নভেম্বর) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। প্রসূতি মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, কোন অন্তঃসত্ত্বা মায়ের অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে যাওয়া ছাড়া উপায় ছিল না। সিজারিয়ান অপারেশন এতোদিন সরকারি হাসপাতালে চালু না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে উপজেলাবাসীকে। বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করাতে হত। এতে খরচ হত অতিরিক্ত টাকা, অনেকের সে সামর্থ্য ছিল না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।
গতকাল রবিবার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনজুর মোর্শেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. দিলারা পারভীন, সহকারী সার্জন ডা. সাদিয়া তাবাসসুম ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মাহবুব—উল আলম।
এআই