উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অংশগ্রহন নিশ্চিত করার মাধ্যমে তাদের অথনৈতিক ক্ষমতায়ন অর্জন করার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে এবং শিশুদের অভিবাভকদের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরিশাল প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে শিশুস্বাস্থ্য চিকিৎসক, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।
আলোচনা সভার আগে প্রতিবন্ধী শিশুদের ৩টি হুইল চেয়ার, ১৫টি হাই কমোড, ১টি বেডপ্যান বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আভাসের প্রকল্পের উদ্দেশ্য হলো- প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা এবং তাদেরকে মূলধারার সেবার জন্য রেফার। প্রাথমিক পর্যায়ের স্ক্রীনিংসহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন। মূলধারার সেবাগুলিতে অর্ন্তভুক্তির জন্য সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধীব্যক্তি (শিশু), যুবক। আইডি কার্ড প্রাপ্তিতে সহায়তা করা। শিশু প্রতিবন্ধীব্যক্তিদের জন্য পূনবাসন এবং দৈনন্দিন জীবনের মান উন্নয়ন করা। এদের জন্য আয় বৃদ্ধি মুলক (আইজিএ) কাজে সহায়তা করা। প্রতীবন্ধী ব্যক্তি (শিশুর) নিয়ে কাজ করে এমন সমমনা প্রতিষ্ঠান/সংগঠননের সাথে সু সর্ম্পক স্থাপন করে একসাথে কাজ করা।
শুধু তাই নয় আভাস ২০৯ জন শিশু নিয়ে কাজ করছে। কাশিপুর ও চরবাড়িয়া তাদের কাজ চলমান রয়েছে।