এইমাত্র
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
  • রাজধানীতে আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা
  • বিচারের শুদ্ধতায় ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে : আইন উপদেষ্টা
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বরিশালে প্রতিবন্ধী শিশুরা পেল হুইল চেয়ার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

    বরিশালে প্রতিবন্ধী শিশুরা পেল হুইল চেয়ার

    আরিফ হোসেন, বরিশাল প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

    উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধী ব্যাক্তিদের অংশগ্রহন নিশ্চিত করার মাধ্যমে তাদের অথনৈতিক ক্ষমতায়ন অর্জন করার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে এবং শিশুদের অভিবাভকদের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে বুধবার (২০ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

    বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরিশাল প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে শিশুস্বাস্থ্য চিকিৎসক, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

    সভায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।

    আলোচনা সভার আগে প্রতিবন্ধী শিশুদের ৩টি হুইল চেয়ার, ১৫টি হাই কমোড, ১টি বেডপ্যান বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    আভাসের প্রকল্পের উদ্দেশ্য হলো- প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা এবং তাদেরকে মূলধারার সেবার জন্য রেফার। প্রাথমিক পর্যায়ের স্ক্রীনিংসহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন। মূলধারার সেবাগুলিতে অর্ন্তভুক্তির জন্য সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধীব্যক্তি (শিশু), যুবক। আইডি কার্ড প্রাপ্তিতে সহায়তা করা। শিশু প্রতিবন্ধীব্যক্তিদের জন্য পূনবাসন এবং দৈনন্দিন জীবনের মান উন্নয়ন করা। এদের জন্য আয় বৃদ্ধি মুলক (আইজিএ) কাজে সহায়তা করা। প্রতীবন্ধী ব্যক্তি (শিশুর) নিয়ে কাজ করে এমন সমমনা প্রতিষ্ঠান/সংগঠননের সাথে সু সর্ম্পক স্থাপন করে একসাথে কাজ করা।

    শুধু তাই নয় আভাস ২০৯ জন শিশু নিয়ে কাজ করছে। কাশিপুর ও চরবাড়িয়া তাদের কাজ চলমান রয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…