লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজা বসুনিয়া গং কতৃক চাঁদার জন্য বাস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং সেনা ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ প্রদান করছে ভুক্তভোগীরা।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে জেলার মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাট জেলা বৈষম্য বিরোধী জনগণের ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপী লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজা বসুনিয়া গং কতৃক চাঁদার জন্য বাস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, এমপি ট্রাভেলস্ এর পরিবহনের পরিচালক মফিজুর রহমান বাবু।
তিনি বক্তব্যে বলেন, লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজা বসুনিয়া গং চাঁদার টাকা না দেওয়া এমপি ট্রাভেলস্, মামুন এক্সপ্রেসসহ কয়েকটি বাস চলাচল বন্ধ করে দেন। এসময় তিনি জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজা বসুনিয়াকে গ্রফতারের দাবি জানিয়ে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধকৃত বাস চলাচল করতে নাদেওয়া হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন বাবু, মামুন ট্রাভেলস ম্যনেজার প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে, এমপি ট্রাভেলসের পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু স্বাক্ষরিত লিখিত অভিযোগ তিন দফতর বরাবর প্রদান করা হয়।
অভিযোগ উল্লেখ করা হয়, লালমনিরহাট জেলার দীর্ঘ ১৬/১৭ বৎসর থেকে এমপি ট্রাভেলস, মামুন এক্সপ্রেস সহ অনেক বাস পাটগ্রাম হইতে ফেনী চট্টগ্রাম রুটে সুনামের সহিত চলাচল করিয়া আসিতেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বাস মালিক সমিতির ভারঃ সাধারণ সম্পাদক রেজা বসুনিয়া গং প্রতিদিন প্রায় ৬০/৬২ টি বাস হইতে দৈনিক তিনশত টাকা হারে চাঁদা আদায় করিয়া আসিতেছে। রুটে চলাচল করিলে তাদেরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে। চাঁদা না দিলে বাস চলিতে দিবেনা। চাঁদার ৫ লক্ষ টাকা না দেওয়ায় এমপি ট্রাভেলস, মামুন এক্সপ্রেস সহ অনেক কয়টি বাস গত ১৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ হইতে পাটগ্রাম বাসস্ট্যান্ডে আটকিয়ে রেখেছে। বার বার মালিক সমিতিকে অবগত করিয়াও কোন সমাধান পাই নাই। চাঁদাবাজ রেজা বসুনিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন কাউন্টারে হুমকি ধামকি দিয়া আসিতেছে। প্রাণ নাশের হুমকী দিয়া আসিতেছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। চাঁদাবাজ রেজা গং দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি বন্ধ, বন্ধ করে দেয়া বাসগুলো নির্বিঘ্নে চলাচল করিতে ব্যবস্থা করার দাবি জানান।
পিএম