এইমাত্র
  • জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
  • রাজধানীতে আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা
  • বিচারের শুদ্ধতায় ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে : আইন উপদেষ্টা
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    নেত্রকোনায় হাসপাতালের নানা সমস্যা নিয়ে মতবিনিময় সভা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

    নেত্রকোনায় হাসপাতালের নানা সমস্যা নিয়ে মতবিনিময় সভা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

    নেত্রকোনায় স্বাস্থ্য সেবার নানা সমস্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করেছে অধিকার এখানে, এখনের তারুণ্যের কন্ঠস্বর।

    বুধবার (২০ নভেম্বর) দুপুরে তারুণ্যের কন্ঠস্বরের ‘একদল তরুণ তরুণীর সমন্বয়ে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে এই মত বিনমিয় সভার আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি।

    এতে হাসপাতালে কিশোর কিশোরী কর্নার, যৌন হয়রানী প্রতিরোধ কমিটি, বিনামূল্যে মেডিসিন প্রদান সেবা, অভিযোগ বক্স, চিকিৎসক সংকট, হয়রানীসহ নানা বিষয় তুলে ধরেন তারুণ্যের কন্ঠস্বরের ছেলে মেয়েরা।

    নারী পক্ষের সহযোগিতায় স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনুর বেগমের পরিচালনায় হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরএমও, মেডিকেল অফিসার, মডেল থানার পুলিশ, ওসিসি কর্মকর্তা, নার্স, সমাজসেবার অফিসার, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ তরুণ নেতৃত্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এসময় জেলা সদর হাসপাতালের একশ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবার মান উন্নয়ন না হওয়া নিয়ে আলোচনা করেন বক্তারা। চিকিৎসকদের নানা সংকট নিয়ে টিকিটের গায়ে থাকা নাম্বারে সরাসরি তত্বাবধায়ককে ফোন করে সমস্যা জানানোর জন্য অনুরোধ করেন সভার সভাপতি তত্বাবধায়ক।

    তিনি বলেন, যেগুলো সমস্যা সমাধানযোগ্য যেমন ঔষধ কোনগুলো রয়েছে তা মার্ক করে দেয়া হবে। কোন কোন কক্ষে কোন চিকিৎসক থাকবেন তা লিখে দেয়াসহ অন্যান্য সমাস্যগুলো সামধান করা হবে। কিন্তু চিকিৎসকসহ জনবল সংকট রয়েছে তা একেবারে সমাধান সম্ভব নয়। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের চাপ দিলে তারা বদলি নিয়ে অন্যত্র চলে যান।

    সভায় বক্তব্য রাখেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) ডাক্তার মো. একরামুল হাসান, নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত চম্পক দাম, মেডিকেল অফিসার অমিত রায় প্রনব, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার মো. সেলিম মিয়া,

    হাসপাতাল সমাজসেবা অফিসার ফেরদৌস আলম, পরিসংখ্যান ইসচার্জ নাসিমা আক্তার খানম, তারুণ্যের কন্ঠস্বরের তাজিম রহমান, আজিজুর রহমান সায়েম, অধিকার এখানে এখনের কর্মী ঝর্না আক্তারসহ অন্যরা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…