বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, নারীমুক্তি,মানবমুক্তি এবং গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ২৫ তম প্রয়াণ দিবস পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক।
সভায় বক্তব্য রাখেন- শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মনিকা দাস। জেলা শাখা হতে আলোচনা করেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শংকরী রানী সাহা, সদস্য অ্যাড. হামিদা বেগম, লুৎফুন্নেছা চিনু, ফারহানা রশিদ ইরিন ও কামরুন আরা বর্ষা পাড়া কমিটির পক্ষে বক্তব্য রাখেন সুলতানা রাজিয়া মুন্নী, রিজিয়া আক্তার হ্যাপী ও পাপিয়া পন্ডিত। সভা সঞ্চালনা করেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মনিকা দাস।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল এই উপমহাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সাহসিকা জননী। নারীর সম অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে চলার পথের আলোর দিশারী মহীয়সী জননী সুফিয়া কামাল। উনার আদর্শকে ধারণ করে আগামীর নারী আন্দোলন হবে আরো শক্তিশালী, অধিক বেগবান করার অঙ্গিকারবদ্ধ হন বক্তারা।
এমআর