এইমাত্র
  • সেনাকুঞ্জে খালেদা জিয়াকে জানানো সম্মাননায় গোটা জাতি আনন্দিত
  • কল্যাণপুর থেকে নারী নিখোঁজ, মাকে হারিয়ে পাগলপ্রায় দুই ছেলে
  • আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা
  • এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক
  • আরশকে ‘নিমকহারাম’ বললেন তানিয়া বৃষ্টি
  • খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা
  • রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও
  • ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না: সংস্কৃতি উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

    নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

    হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াত নেতার মামলার এজাহারভুক্ত আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভিন্ন স্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাশ।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

    এতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এরমধ্যে সাইফুল দুই ও সন্তোষ ১৯ নম্বর আসামি।

    বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

    নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের ধরতে অভিযান চলছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…