এইমাত্র
  • ফ্যাসিবাদ নিরসনে চিরুনি অভিযান চালাতে হবে: মাহমুদুর রহমান
  • খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
  • দেশের বাজারে আবারো বাড়লো সোনার দাম
  • বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের চিঠি
  • ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পাকিস্তানের
  • কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল
  • নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
  • পুলিশে আবারও বড় রদবদল
  • সেনাকুঞ্জে খালেদা জিয়াকে জানানো সম্মাননায় গোটা জাতি আনন্দিত
  • কল্যাণপুর থেকে নারী নিখোঁজ, মাকে হারিয়ে পাগলপ্রায় দুই ছেলে
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা: অধ্যক্ষ ও প্রধান শিক্ষক গ্রেপ্তার

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা: অধ্যক্ষ ও প্রধান শিক্ষক গ্রেপ্তার

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

    টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোর অভিযোগে করা মামলায় সরকারি একটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

    বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সখীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে র্যাবের একটি দল ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোরশেদুল হক বাদী হয়ে সাবেক এমপি অনুপম শাহজাহান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদসহ ১৬৭ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলাটি করেন। মামলা হওয়ার প্রায় তিন মাস পর এই প্রথম এজাহার নামীয় এই দুইজনকে গ্রেপ্তার করা হলো।

    আজ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কেবিএম খলিলুর রহমান তালুকদার (৫৪) সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং শহীদুল ইসলাম (৫৫) গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শহীদুল সখীপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন।

    মামলার এজাহারে ৩ আগস্ট পৌর শহরের তালতলা চত্বর ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

    এজাহারে বলা হয়েছে, ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা সৌখিন মোড় থেকে মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আগে থেকেই পিস্তল, রাইফেল, শটগান, চাইনিজ কুড়াল, রামদা, শাবল নিয়ে প্রস্তুত ছিলেন। পরে মিছিলটি সেখানে পৌঁছালে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

    টাঙ্গাইল র‌্যাব-১৪ সহকারী পুলিশ সুপার আব্দুল বাসেত সখীপুর থানায় আসামিদের পুলিশের কাছে সোপর্দ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ওই দুইজন ৭৫ ও ৮০ নম্বর আসামি।

    মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…