যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত থেকে ৩৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ধান্যখোলা সীমান্ত থেকে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
এ সময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। মাদক পাচারকারীরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ও পাচার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে সীমান্তের ২৫/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার পাশে অবস্থায় করছে। এমন সংবাদে ধান্যখোলা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
এ সময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা ধংস করার জন্য যশোর ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
এআই