এইমাত্র
  • জাতিসংঘে ইরানি দূত: গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো ‘লজ্জাজনক’
  • চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত আবদুল্লাহ
  • শরিফুল-হাসানদের নিয়ন্ত্রিত বোলিং: ধীরপায়ে শুরু ক্যারিবিয়ানদের
  • সংস্কৃতি সর্বদাই পরিবর্তনশীল: গণশিক্ষা উপদেষ্টা
  • দালাল ধরে ভারতে অনুপ্রবেশ: ত্রিপুরায় ১২ জন বাংলাদেশি গ্রেফতার
  • গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
  • নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল ইরান
  • নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা: গাজায় ন্যায়বিচারের আশার ঝলক
  • গত ৪ বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা
  • ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: উপদেষ্টা হাসান আরিফ
  • আজ শুক্রবার, ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪
    রাজনীতি

    খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে পদক্ষেপ নেয়া হোক: আলাল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

    খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে পদক্ষেপ নেয়া হোক: আলাল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

    প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই ক্যান্টনমেন্টের মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছিলো। তার সেই স্মৃতিবিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন। এবং দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার কিছুটা হলেও যাতে প্রতিকার হয়।

    শুক্রবার (২২ নভেম্বর) প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

    আলাল বলেন, খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টমেন্ট যাবেন এটাই স্বাভাবিক। তবে, সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দী করে রাখা হয়েছিল। সে পাখিকে মুক্ত করে দেয়া হয়েছে।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার এর প্রথম পদক্ষেপ দেখলাম।

    সংস্কার প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, আমরাই সংস্থারের জনক। বিভিন্ন দফা পেশ করে পরবর্তীতে ৩১ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্রবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন ট্রেন কতদ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারবো। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়। তবে, কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই।

    এসময় প্রচার দলের সভাপতি মাহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি আজিজুস সামাদ, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক এম আক্কাস আলী প্রমুখ।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…