এইমাত্র
  • খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে পদক্ষেপ নেয়া হোক: আলাল
  • মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ‌‘আ.লীগ-বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই’
  • নিলামে এক কলার দাম ৭৪ কোটি
  • ৩০ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ন
  • ৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে নিষিদ্ধ করলো বিসিবি
  • টাঙ্গাইলে শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা
  • ফের অটোরিকশা চালকদের অবরোধ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
  • ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
  • সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে বৃদ্ধ পিতার আত্মহত্যা
  • আজ শুক্রবার, ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বেনাপোল বন্দর থেকে কম শুল্কে আরও এক ট্রাক ডিম খালাস

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

    বেনাপোল বন্দর থেকে কম শুল্কে আরও এক ট্রাক ডিম খালাস

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

    যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত কম শুল্কের আরও এক ট্রাক ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গত বুধবার রাতে ডিমের এ চালানটি বন্দরে প্রবেশ করে।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালানটি খালাস নিয়েছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাইড্রোল্যান্ড সলিউশন। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল।

    আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকেরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।

    বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের একটি চালান আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন কাস্টমস থেকে খালাস নিয়েছেন। আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। এখন থেকে প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকার মধ্যে পাইকারি বাজারে বিক্রি করতে হবে।

    বাজার দর নিয়ন্ত্রণ এবং সরবরাহ বাড়াতে গত মাসের ১৭ অক্টোবর শুল্ক কমানোর একটি আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই নির্দেশনায় গত ২০ অক্টোবর থেকে বেনাপোল কাস্টমসে ডিমের চালান ছাড় করানো হচ্ছে।

    এদিকে, ডিম আমদানির ফলে বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪ থেকে ৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছে ক্রেতাদের।

    আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিচ্ছি। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ ৫ শতাংশ শুল্কে ডিম খালাস দিচ্ছেন। এখন দাম আগের চেয়ে ৪-৫ টাকা কম। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে পাইকারি বিক্রি করা হচ্ছে।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুম কবীর তরফদার জানান, বুধবার রাতে এক ট্রাক ডিম বন্দরে প্রবেশ করে। যা আমদানিকারক বৃহস্পতিবার রাত আটটার দিকে খালাস নিয়েছেন। আমদানিকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে।

    কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর থেকে আজ ২১ নভেম্বর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ১৪ লাখ ৫২ হাজার ৯৯০ পিস ডিম আমদানি হয়েছে। একটি মাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। সরকারের তরফ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করেনি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…