এইমাত্র
  • আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া
  • ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক
  • মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষে নিখোঁজ ২
  • খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে পদক্ষেপ নেয়া হোক: আলাল
  • মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ‌‘আ.লীগ-বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই’
  • নিলামে এক কলার দাম ৭৪ কোটি
  • ৩০ বছর কারাভোগ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরলেন হুমায়ন
  • ৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে নিষিদ্ধ করলো বিসিবি
  • টাঙ্গাইলে শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা
  • আজ শুক্রবার, ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে আ. লীগ নেতা আনোয়ার কামালসহ গ্রেফতার ৩

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

    কিশোরগঞ্জে আ. লীগ নেতা আনোয়ার কামালসহ গ্রেফতার ৩

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

    গ্রেফতার অপর দুজন হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)।

    র‌্যাব জানায়, গত (৪ আগস্ট) ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত (১৬ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

    অপরদিকে গত (০৪ আগস্ট) করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ‍ওমর কাইয়ুম বাদী হয়ে গত (২৩ অক্টোবর) করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

    ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

    র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছন। গ্রেফতারকৃত আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…