বরগুনার তালতলীতে বনজীবী ও সমুদ্রগামী জেলেদের জীবন-জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার মৎস্য বন্দর ফকিরহাট বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফকিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী মো. মনির ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনবিভাগের সখিনা বিটের বিট কর্মকর্তা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান জনাব মোঃ ইকবাল ফারুক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, শুভসন্ধ্যা সুরক্ষা কমিটির আহবায়ক ও জেলে মো. জাহাঙ্গীর হাওলাদার, মৎস্য আড়ৎদার ও পরিবেশকর্মী নাইম খান, উন্নয়নকর্মী এম. মিলন, মিরাজ মাহমুদ, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাজ মাঝি, মো. ফয়সাল প্রমুখ।
এ সভায় বক্তারা বলেন, সমুদ্রগামী জেলেদের জন্য ফকিরহাট মোহনায় দিক নির্ণয়ের জন্য সিগন্যাল বাতি প্রয়োজন। অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় সময় মতো পানি পাওয়া যাচ্ছে না, কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। অপরদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে পায়রা ও বিষখালী নদীতে মাছ কমে গেছে আলোচনা সভায় বক্তারা জেলে, বনজীবী এবং কৃষকের এসকল নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং এসকল সমস্যা থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
এ আলোচনা সভায় মৎস্য ব্যবসায়ী, জেলে, বনজীবী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পিএম