চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে ৩টি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া।
এতে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু।
শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষে প্রিজাইটিং অফিসার এডভোকেট মারুফ সরোয়ার বাবু এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
নির্বাচন হওয়া ২টি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করা ৩ প্রার্থী হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায় সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপি সদস্য খালিদ মাহমুদ মিল্টন ও চুয়াডাঙ্গা পৌর বিএনপি মোমিনুর রহমান।
এইচএ