এইমাত্র
  • আ.লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪
    জাতীয়

    ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

    ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই আমন্ত্রণ জানান শাহবাজ।

    দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা

    বৈঠকে ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হন। এছাড়া, চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা।

    বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনিকলগুলোকে উন্নতভাবে পরিচালনার জন্য পাকিস্তান প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেয়। একইসঙ্গে, ডেঙ্গু প্রতিরোধে পাকিস্তানের অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করে শাহবাজ শরিফ।

    অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা

    ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তির আহ্বান জানান ড. ইউনূস। জবাবে শাহবাজ শরিফ বলেন, “১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে অনেক ইস্যু মীমাংসা হয়েছে। তবে নতুন কোনো অমীমাংসিত বিষয় থাকলে তা নিয়ে আলোচনা করা হবে।” ড. ইউনূস ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    আঞ্চলিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্কের আহ্বান

    বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান দুই নেতা। শাহবাজ বলেন, “বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়তে আমরা আগ্রহী। আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি।”

    দুই দেশের সম্পর্কের উষ্ণতা

    দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশ-পাকিস্তানের শীতল সম্পর্কের অবসানের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশ সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে।

    বৈঠকের এক পর্যায়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফেব্রুয়ারিতে মালয়েশিয়া সফরের পথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শাহবাজ শরিফও ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ক উষ্ণায়নের পথ খুলে দিতে পারে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…