চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম (২২) নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামি থানাধীন রহমাননগর এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর তার কোনো হদিস পাওয়া যায়নি।
নজরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তিনি পড়াশোনার জন্য ভার্সিটির বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে থাকেন।
তার রুমমেট সিফাত জানান, "শুক্রবার রাত ৮টার পর নজরুল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন সকালে আমরা তার পরিবারের সদস্যদের কাছে খোঁজ নিই কিন্তু কিছুই জানতে পারি না। মোবাইল ফোনও বন্ধ থাকলেও দুই-তিনবার তাকে অনলাইনে দেখা গেছে। পরে তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারি, অপরিচিত একটি নাম্বার থেকে তাকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। এরপর আমরা বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরি করেছি।"
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, "নজরুল ইসলামের নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা জানিয়েছেন, নজরুলের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। তারা জানান, আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, তাই তার নিখোঁজ হওয়া খুবই রহস্যজনক। ২৩ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
এইচএ