চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতের অগ্নিকাণ্ডে দিদারুল আলম নামের এক ব্যবসায়ির দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। তার কষ্টার্জিত উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মেশিন ও কাপড় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। ফলে বাকরুদ্ধ দিদারুলের হাহাকার ছাড়া আর কোন গতি নেই।
রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে হঠাৎ করে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর জানালে দ্রুত মানুষ এসে জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও দিদারুলের টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিদিনের মতো রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোকান বন্ধ করি। কিভাবে আগুন লাগছে কোন ভাবেই বুঝা যাচ্ছেনা। পথে বসার মত অবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান দাড় করাইছি।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মিঠাছরা বাজারের কোয়ালিটি টেইলার্সের দোকানে আগুনে লাগার খবর শুনে দ্রুত ছুটে যায়। স্থানীয় ও ফায়ার ম্যানের সহযোগীতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পিএম